এন্ড্রয়েড ফোন হ্যাং হলে করনীয়

এন্ড্রয়েড ফোন হ্যাং হলে করনীয়


সাধের মোবাইল ফোনটি যদি হ্যাং হয়ে যায় তাহলে তো মোবাইলের ওপর রাগ হবেই। মোবাইলের র‍্যাম বা রেনডম একসেস মেমরি যদি ফুল হয়ে যায় বা জায়গা কমে যায় তাহলেই সাধারণত মোবাইল হ্যাং হয়। তাছারাও মোবাইলে থার্ড পার্টি এপ্সের নানা ত্রুটির কারনে মোবাইল হ্যাং হতে পারে।

 মোবাইল যদি হ্যাং হয়ে যায় তাহলে জলদি হোম বাটন চেপে বেরিয়ে আশুন।রিসেন্ট থেকে সব এপ্সের লিস্ট ক্লিয়ার করে ফেলুন।অ্যান্ড্রয়েড ফোনের সেটিং এ গিয়ে Apps এ যান।সেখান থেকে running apps এ গিয়ে সকল অপ্রয়োজনীয় রানিং এপ্স স্টপ করে দিন।আর যদি এমন হয় যে মোবাইল হ্যাং হওয়ার পর আর কোনো রিসপন্স করছে না তাহলে মোবাইল টি কিছুক্ষন রেখে দিন।অযথা ডিসপ্লের ওপর এলোমেলো ভাবে টাচ করবেন না।তাহলে আরো খারাপ অবস্থা হবে।হ্যাং হওয়ার ২ মিনিট পর টাচ করে দেখুন যে কাজ করছে কিনা।না করলে ব্যাটারি খুলে আবার চালু করুন।

No comments

Powered by Blogger.