Pagol bole loke Bangla song lyrics.পাগল বলে লোকে বাংলা গান ল্যারিক্স।
Pagol bole loke Bangla song lyrics.পাগল বলে লোকে বাংলা গান ল্যারিক্স।
বাতাসের সাথে কথা বলি
পাঠাই উড়ো চিঠি,
রোজ রাত্রে চোখের জলে
তোর নামটাই লিখি।
রোজ জানালায় উঁকি দিয়ে
দেখিস আজ কাকে,
কে তোর ওই মন পাড়াতে
প্রেমের রং মাখি। - [ ২ বার ]
পাগল পাগল বলে লোকে
পাগল আমি নই,
মনের মাঝে মনের দুঃখ
একলা পুইশা রই।
পাগল পাগল বলে লোকে
পাগল আমি নই,
মনের মাঝে মনের দুঃখ
একলা পুইশা রই।
রোজ বিকালে ছাদে কি আর
হয় রে আসা-যাওয়া,
মোবাইল হাতে সময় কাটে
হয় না তোরে ছোঁয়া।
কার দেয়া নীল শাড়ি আর
নীল চুড়ি আজ পড়িস?
কার সাথে আমার মতো
এতো বায়না ধরিস? - [ ২ বার ]
পাগল পাগল বলে লোকে
পাগল আমি নই,
মনের মাঝে মনের দুঃখ
একলা পুইশা রই। - [ ২ বার ]
কার নামের সোনামের ফুল
তোর মুখে ফোটে,
কার জন্য সাজিস মেয়ে
লিপস্টিক রাখিস ঠোটে।
আমার তোরে দিলাম আমার
এই জীবনের সকল,
তুই আমার খাটি ছিলি না
ছিলি রে তুই নকল। - [ ২ বার ]
পাগল পাগল বলে লোকে
পাগল আমি নই,
মনের মাঝে মনের দুঃখ
একলা পুইশা রই। - [ ২ বার ]
by--MM Bangla
বাতাসের সাথে কথা বলি
পাঠাই উড়ো চিঠি,
রোজ রাত্রে চোখের জলে
তোর নামটাই লিখি।
রোজ জানালায় উঁকি দিয়ে
দেখিস আজ কাকে,
কে তোর ওই মন পাড়াতে
প্রেমের রং মাখি। - [ ২ বার ]
পাগল পাগল বলে লোকে
পাগল আমি নই,
মনের মাঝে মনের দুঃখ
একলা পুইশা রই।
পাগল পাগল বলে লোকে
পাগল আমি নই,
মনের মাঝে মনের দুঃখ
একলা পুইশা রই।
রোজ বিকালে ছাদে কি আর
হয় রে আসা-যাওয়া,
মোবাইল হাতে সময় কাটে
হয় না তোরে ছোঁয়া।
কার দেয়া নীল শাড়ি আর
নীল চুড়ি আজ পড়িস?
কার সাথে আমার মতো
এতো বায়না ধরিস? - [ ২ বার ]
পাগল পাগল বলে লোকে
পাগল আমি নই,
মনের মাঝে মনের দুঃখ
একলা পুইশা রই। - [ ২ বার ]
কার নামের সোনামের ফুল
তোর মুখে ফোটে,
কার জন্য সাজিস মেয়ে
লিপস্টিক রাখিস ঠোটে।
আমার তোরে দিলাম আমার
এই জীবনের সকল,
তুই আমার খাটি ছিলি না
ছিলি রে তুই নকল। - [ ২ বার ]
পাগল পাগল বলে লোকে
পাগল আমি নই,
মনের মাঝে মনের দুঃখ
একলা পুইশা রই। - [ ২ বার ]
by--MM Bangla
https://bangla-website.blogspot.com/2019/06/bangla-song-lyrics-collection.html
ReplyDeleteপুরানো হিন্দি গান mp3 download করুন সেরা সংগ্রহ
ReplyDelete