বল্টুর জোক্স- গ্রাম থেকে শহরে এসেছে বল্টু.....

গ্রাম থেকে শহরে এসেছে বল্টু।.....

 ঘুরতে ঘুরতে বল্টু গেল ছবির দোকানে।
 দোকানে সারবেঁধে ঝোলানো আছে বাঁধাই করা হরেক রকম ছবি।
গ্রামের দৃশ্যের ছবি, বাঘের ছবি, মোনালিসার ছবি…ইত্যাদি।
 ঘুরতে
ঘুরতে একটা ছবির সামনে গিয়ে দাঁড়াল বল্টু।
দোকানদারকে ডেকে বলল , 'এই বিচ্ছিরি ছবিটার দাম ৫০০ ট্যাকা?
এইডা তো আমি ফিরি দিলেও নিমু না!'দোকানদার বললেন, ছবি কই?
ওটা তো আয়না!
.
.
.-বল্টু বেহুস

No comments

Powered by Blogger.