"Android error" সমস্যা ও সমাধান

"Android error" সমস্যা ও সমাধান



"Android error" সেটা হতে পারে কোন অ্যাপ্লিকেশনের অথবা সিস্টেমের। একটু লক্ষ্য করলে দেখা যায় বেশীর ভাগ error সাথেই এর সমাধানের একটি সূত্র খুঁজে পাওয়া যায়। সমস্যা থাকলে সমাধানও আছে। কোন না কোন রাস্তা বের হবে, আজ কিছু কমন error ও এগুলোর সমাধান নিয়ে আসলাম আপনাদের জন্য।



Error Code 921 এটা সাধারণত প্লে-স্টোর থেকে কোন অ্যাপ আপডেট করার সময় হয়ে থাকে।



সমাধান :

Google Play Store অ্যাপের Data ও Cache ক্লিয়ার করে system settings থেকে গুগুল অ্যাকাউন্টটি/গুলি রিমুভ করে ডিভাইস রিস্টার্ট করতে হবে।



process com.google.process.gapps has stopped or google.process.gapps has stopped unexpectedly ERROR সাধারণত সিস্টেমের সাথে কোন অ্যাপ কনফ্লিগ করলে এটা হয়ে থাকে।



সমাধান :

সাধারণত সর্বশেষ ইন্সটলকৃত অ্যাপটির ডাটা ও ক্যাশ ক্লিয়ার বা আন-ইন্সটল করে এটার সমাধান হয়ে থাকে। কিন্তু ডিভাইস ও ক্ষেত্র বিশেষে এই ভাবে কাজ নাও করতে পারে। তাই নিচের পদ্ধতিগুলো পর্যায়ক্রমে চেষ্টা করে দেখতে পারেন। ডিভাইসের settings > Application Manager / Applications / Apps > All > Download / Download Manager > Disable করে আবার Enable করলে com.google.process.gapps error ঠিক হয়ে যাবে। এখানে লক্ষ্য রাখতে হবে Download / Download Manager সেটি সিলেক্ট করবেন যার আইকন বা লোগো এন্ড্রয়েড এর মতো।


ডিভাইসের settings > Application Manager / Applications / Apps > All > Click on soft menu key or the on-screen menu key on the bottom left of your device > Select Reset app preferences এই পদ্ধতিতে Google Play Store সংক্রান্ত সমস্যার ও সমাধান হবে।



Unknown error code during application install: “-24″



সমাধান :

root/data/data/ com.application-address অথবা google-em ফাইলটি ডিলিট করে দিলে এই error ঠিক হয়ে যাবে। তবে নিরাপত্তার খাতিরে ফাইলটি আগে কপি করে রাখা ভালো। এই ফাইল লোকেশন সিস্টেম ভেদে SD Card ও ডিভাইসে হতে পারে। ডিভাইসে হলে আপনার রুট এক্সেস থাকা প্রয়োজন।



Error 920 on Google play after updating AOKP tasks latest



সমাধান :

ডিভাইস রিকোভারি মোডে wiped cache/dalvik করলে ডিভাইস ভেদে এই error ঠিক হয়ে যায়। যদি এরপরেও এই error থাকে তাহলে প্লে-স্টোর অ্যাপটির Data ও Cache ক্লিয়ার, download manager,google services framework এবং browser এর data clear করে ডিভাইস রিবুট বা রিস্টার্ট করলে ঠিক হয়ে যাবে।



Error Process com.android.phone has stopped unexpectedly while receiving the calls কল রিসিভের সময় এই error পান তখন নিচের পদ্ধতি গুলি ট্রাই করতে পারেন। তবে ডিভাইস ফ্যাক্টরি রিসেট দিলে সাধারণত এই সমস্যা ঠিক হয়ে যায়।



সমাধান :

ডিভাইসের Call Settings এ গিয়ে Reject With Message এর মধ্যে কয়টি মেসেজ আছে চেক করুন, যদি ৫টির বেশী থাকে তাহলে যে কোন ৫টি মেসেজ রেখে বাকীগুলো ডিলিট করে দিন। Settings > Applications > Manage Applications > All tab > phone or dialer > Clear Cache and Data এবার ডিভাইস রিস্টার্ট করুন। ডিভাইস অন হওয়ার পরে দেখুন সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে তাহলে নিচের ধাপগুলো চেষ্টা করুন।


Phone app (people) এর cache & data ক্লিয়ার করুন এবং নিচের সার্ভিস গুলি force close করার চেষ্টা করুন। Google Service Framework Contacts Gmail Calendar All other mail & social media services (Like- Facebook etc.)



Errors Codes android.media.process has stopped



সমাধান :

এই error সাধারণত কাস্টম রমে বেশী হয়ে থাকে। তাই এখানে কাস্টম রম নিয়ে আলোচনা করা হল। সর্বপ্রথম Google Sync "Disable (নিস্ক্রিয়)" করতে হবে। Settings > Accounts > Google > Untick all (Browser,Calendar, Contacts, Gmail and Sound Search for Google Play) DISABLED/unticked. এখন আপনার ডিভাইসের পদ্ধতি অনুসারে CWM মোডে বুট করে নিচের ধাপগুলো অনুসরণ করুন।


wipe cache partition advanced > fix permissions reboot system now ডিভাইস অন হলে এই পদ্ধতি অনুসরণ করুন Settings > Apps > All > Media Storage > Clear data & cache > Disable > Force stop



Error Code 103, 1007, 1008 & 1012



সমাধান :

এগুলো নেটওয়ার্ক সম্পর্কিত error। Wi-Fi নেটওয়ার্ক পুনঃসংযোগ বা পরিবর্তন করলে ঠিক হয়ে যাবে।



Error code 1013, 1017, 1016, 1023 & 1024 Hotspot Shield server এর সাথে সংযোগজনিত error



সমাধান :

Settings > Manage Apps / Apps > Hotspot Shield > Clear data > try to connect again আজ এই পর্যন্ত। আগামীতে আরও কিছু error লিখে অ্যাপটি আপডেট করে দিব।


1 comment:

Powered by Blogger.